তোমাকে ,
যদি বলি -
আমার আশা থাকে
পলাশের ডালে ডালে ,
যদি বলি -
আমার কবিতার গোপন
অবাধ্য শব্দ তুমি ,
যদি বলি -
বিকেলে ছায়াদের মিছিল
টানে আমায় তোমার অন্যরূপ
যদি বলি -
তোমায় না ছোঁয়ার যন্ত্রণা
আমার নিকষ আঁধারে আলো
যদি বলি -
আমার স্বপ্ন আর অনুভূতি
তোমারই ফেরার অপেক্ষায়
যদি বলি -
এখনও কি তুমি ঠোঁটে আঙুল রাখো
হঠাৎ যদি বসন্তে বৃষ্টি নামে ?
যদি বলি -
এখনও কি ভাবো যে
আমি তোমার গল্পের প্রথম লাইন !
তবে শোনো -
এই অবেলায় তোমারই আকাশ
শূণ্য মাঝে বৃষ্টি হয়ে পূর্ণ খোঁজে
যতই তুমি থাকো ক্যায়ার/অফ্ ।
Submitted by: Dev
Submitted on:
Category: Poem
Acknowledgements: This is Mine. / Original
Language: বাঙলা/Bangla
- Send your submissions to editor@abillionstories.com
- Read your published work at https://readit.abillionstories.com
[category Poem, বাঙলা/Bangla, This is Mine. / Original]
No comments:
Post a Comment